Lipi Polas Free Bangla Stylish Font - লিপি পলাশ ফ্রি বাংলা স্টাইলিশ ফন্ট

0

 

লিপি পলাশ ফন্ট
লিপি পলাশ ফন্ট 

লিপি পলাশ এখনকার সময়ের একটি অন্যতম স্টাইলিশ বাংলা ফন্ট ( free bangla stylish font ) এই বাংলা ডিজাইন ফন্ট ( bangla design font ) অনেক youtuber তাদের video এর thumbnail এ ব্যাবহার করছে। এছাড়াও ছবিতে লেখার লিপি পলাশ ফন্ট অনেক বেশী জনপ্রিয়। এটা স্টাইলিশ ফন্ট হওয়াতে creative design এ নিয়মিত ব্যাবহার করা হয়।

Free Bangla Stylish Font

 • .ttf format 
 • Free Download 
 • Unicode 
 • And Italic 
 • Mobile friendly


এই বাংলা ফন্ট Unicode হওয়ার কারনে এটা যে কোন ডিভাইস এ সাপোর্ট করে। এই ফন্ট বেশীর ভাগ সময়ই যেসব অ্যাপ্লিকেশন এ ব্যাবহার হয় তা হল:- 
  •  • Pixellab 
  •  • Photoshop 
  •  • লিখন 
  •  • Photopea 
  •  • Abeg 

 এছাড়াও আরো অনেক অ্যাপ্লিকেশন এ ব্যাবহার করা হয়। Bangla Font for Pixellab ফ্রি বাংলা স্টাইলিশ ফন্ট বিশেষ করে মোবাইল অ্যাপ এ ব্যাবহার করা হয়। আর মোবাইল অ্যাপ্লিকেশন এর নাম নিলে Pixellab এর নাম এসেই যায়। তো কিভাবে Pixellab এ ফন্ট অ্যাড করবেন? (How to add font on pixellab) তার জন্য Pixellab app অপেন করবেন তার পর ফন্ট অপশন এ যাবেন তার পর My Fonts এ ক্লিক করবেন। উপরের দিকে দেখবেন একটা T এর মতো আইকন আছে ওখানে ক্লিক করতে হবে। তার পর আপনি যেই ফোল্ডার এ কাঙ্ক্ষিত ফন্ট রেখেছেন সেখানে গিয়ে ফন্ট টি সিলেক্ট করে ADD SELECTED এ ক্লিক করলেই উক্ত ফন্ট Pixellab এ যুক্ত হয়ে যাবে। 

 Other Stylish Bangla Font : 



Bangla Font for Photoshop 

 লিপি পলাশ ফ্রি বাংলা স্টাইলিশ ফন্ট অনেকেই Photoshop এ ব্যাবহার করে আসছে। এই ফন্ট ফটোশপ এ অ্যাড করা খুব সহজ। আপনি যদি না পারেন তো youtube এ গিয়ে ভিডিও দেখে আসতে পারেন। Photoshop এ ফন্ট অ্যাড করার জন্য প্রথমে এখান থেকে ফন্ট ডাউনলোড করতে হবে তার পর যদি ফাইল টি zip এ থাকে তাহলে unzip করতে হবে । unzip করার পর উক্ত ফন্ট কপি করে নিয়ে My Computer/This Computer এ গিয়ে Local Drive/ C drive এ ক্লিক করে Windows আপশন এ যেতে হবে তার পর Font ফোল্ডার এ গিয়ে ফন্ট টি পেস্ট (paste) করতে হবে। তাহলেই উক্ত ফন্ট add হয়ে যাবে।   
Download File

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top